মঙ্গল. অক্টো. 15th, 2024

কাউনিয়ায় বাংলাদেশ যুব মহিলা লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধিঃ
রহমাত নাজাত ও মাগফেরাতের মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ যুব মহিলালীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রংপুরের কাউনিযা উপজেলা শাখার আয়োজনে গত বৃহস্পতিবার কাউনিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে উপজেলা যুব মহিলালীগের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মোছাঃ হাসনা পারভিন মুক্তির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কোম্পানী কমান্ডার সরদার আব্দুল হাকিম, জেলা পরিষদ সদস্য সেলিনা তালুকদার শিউলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আনছার আলী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল জলিল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দিলদার আলী ,উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদিকা মোছাঃ শামছুন্নাহার বেগম, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদিকা সোমা সরকার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনি সম্পাদক মোঃ মাহামুদুল হাসান পিন্টু, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি জামিল হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি আলী আকব্বর হালিম প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ সুধীবৃন্দ। ইফতার শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।