কাউনিয়ায় বারী-১৪ সরিষার মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
কাউনিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে বুধবার বিকালে বারী-১৪ সরিষার মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন অনুষ্ঠিত হয়।
টেপামধুপুর ইউনিয়নের নিজদর্পা সাদা মসজিদ গ্রামের চাষি মামুনের উঠানে বারী-১৪ সরিষার মাঠ দিবস ও রিভিউ ডিসকাসন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার রংপুর চৌধুরী আবু ।ালম মৌদুদী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ আফতাব হোসেন, টেপামধুপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি। অননান্যের মাঝে বক্তব্য রাখেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, কৃষি সম্প্রসারন কর্মকর্তা রকিবুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা এমদাদুল হক, কৃষক মামুন প্রমূখ।