কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটিগঠন
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ছাত্রলীগ কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। কাউনিয়া উপজেলাছাত্রলীগের সভাপতি সুশান্তসরকার ও সাধারণ সম্পাদক মো: আশিকুর রহমান আশিক স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে গত ২৮ নভেম্বর বুধবার এ তথ্য জানানো হয়েছে।
উক্ত আংশিক কমিটির সভাপতি মোঃ আরিফুল ইসলাম আরিফকে সভাপতি ও মোঃ ইসমাইল হোসেন বিপুকে সাধারণ সম্পাদক, করে স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তিতে আগামী দুইসপ্তাহের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে।
বর্তমান কমিটি কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়ন শাখার সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে আগামী ১ বছর তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে বলে বক্তারা আশা ব্যাক্ত করেন।