কাউনিয়ায় বাল্যবিবাহ প্রতিরোধে ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত(২৪ফেব্রুয়ারি)সোমবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে বাল্যবিবাহ প্রতিরোধে আমাদের ভুমিকা শীর্ষক মতবিনিময় সভা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. রেবেকা ইয়াসমীন, সমাজ সেবা কর্মকর্তা সামিউল হক, অধ্যক্ষ মা রেজাউল করিম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিয়াব উদ্দিন, এস আই রেজাউল করিম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, আরডিআরএস বাংলারেদশ এর প্রজেক্ট অফিসার মোঃ আব্দুর রহমান, সাংবাদিক জসিম সরকার, আসাদুজ্জামান আসাদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, কাজী, প্ররোহিতসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় বাল্যবিবাহের ক্ষতিকর দিক গুলো বিবেচনা করে এটি প্রতিরোধে একযোগে সবাইকে জোরালো কাজ করার আহবান জানান। শেষে আরডিআরএস বাংলাদেশ থেকে পড়াশোনার জন্য বেশ কিছু উপকরণ প্রদান করা হয়।