কাউনিয়ায় বিএনপি’র চেয়ারপার্সন এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নিজস্ব প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় করোনায় ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার খেটে খাওয়া মানুষ। এসব মানুষদের মধ্যে সিংহভাগ মানুষের ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। ফলে কর্মহীন ঘরে আটকা পরা শ্রমিক, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনে খাদ্য সামগ্রী নিশ্চিত করা জরুরী হয়ে পড়েছে।
এরই ধারাবাহিকতায় আজ রবিবার(১০মে)সকালে উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল আলম নীরব ও সাধারণ সমাপাদক সুলতান সাল্াহউদ্দিন টুকুর ব্যবস্থাপনায় শারীরিক দূরত্ব বজায় রেখে উপজেলার অবহেলিত, কর্মহীন অসহায় মানুষদের মাঝে চাল ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল রংপুর জেলা শাখা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুল আলম(শফি), ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য সচিব এড. মোজাহারুল ইসলাম বাবলু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, সাধারণ সম্পাদক সামছুল হক (ঝন্টু), উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রহিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহজামাল হোসেন, যুগ্ন সম্পাদক শফিউল আলম মুক্তি, যুগ্ন সম্পাদক রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নজরুল ইসলাম সজরুল, যুবনেতা আলমগীর হোসেন, নবীর হোসেন, আব্দুল আজিজ বাবু, মো.রহিম. মনুসরকার, জাফর আলী, আব্দুর সাওার প্রমুখ। এছারাও উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী বৃন্দ।