সোম. অক্টো. 14th, 2024

কাউনিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় উপজেলায় ৪১তম জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলা উদযাপন করা হয়েছে।

আজ(১৯ডিসেম্বর)সকালে উপজেলার বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪১তম জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম। এ সময় আরো বক্তব্য রাখেন অধ্যক্ষ শা রেজাউল করিম, সমাজ সেবা কর্মকর্তা সামিউল আলম, সহকারী প্রোগ্রামার তথ্য যোগাযোগ অধিদপ্তর মৃত্যুঞ্জয় কুমার সহকারি শিক্ষক শহিদুল ইসলাম, আমজাদ হোসেন, শিক্ষার্থী সানজিদা আক্তার সামি, জান্নাতুল ফেরদেীস প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, শিক্ষিকাসহ গণ্যমাণ্য সুধীবৃন্দ।

মেলায় অংশগ্রহনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।