বুধ. সেপ্টে. 11th, 2024

কাউনিয়ায় বিভিন্ন সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার।

এম এ হাবিব(তুষার)কাউনিয়া প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় বিভিন্ন সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন, বিভাগীয় কমিশনার রংপুর, কে.এম.তারিকুল ইসলাম।

গত(১৩জানুয়ারি)উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও ইউনিয়ন পরিষদসহ উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পরিদর্শন শুরুতে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, সহকারী কমিশনার(ভুমি)কার্যালয়সহ উন্নয়ন প্রকল্প ও উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আঙ্গুরা বেগম, সহকারী কমিশনার(ভূমি), থানা অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম, মেয়র হাকিবুর রহমান মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ হান্নান, ইউপি চেয়ারম্যান মো. আনছার আলীসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিদর্শনে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও উন্নয়ন মূলক কাজের পরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।