কাউনিয়ায় বিশিষ্ট ব্যবসায়ী কান্তি সরকার আর নেই
নিজস্ব সংবাদদাতা:
রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজারের স্বগীয় কালীপদ সরকার(ভূষণ)বাবুর বড় ছেলে বিশিষ্ট ব্যবসায়ী ও গয়না ঘরের স্বত্তাধিকারী উজ্জল সরকারের পিতা কান্তি সরকার পরলোক গমন করেন। দিব্যাং লোকাং স্বগচ্ছতু”।
গতকাল বুধবার বিকাল সাড়ে ৩টায় তিনি তার নিজ বাসভবনে ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫বছর। তিনি হৃদরোগসহ নানান শারিরীক জটিলতায় ভুগছিলেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শ্মশানে তার শেষ কৃতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। তার মৃত্যুতে এলাকার বিভিন্ন স্তরের মানুষ শোকহত পরিবার-পরিজনের প্রতি দুঃখ প্রকাশ এবং গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, নাতি-নাতনি, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।