মঙ্গল. অক্টো. 15th, 2024

কাউনিয়ায় বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৬

কাউনিয়া প্রতিনিধি,রংপুর :
রংপুরের কাউনিয়ায় গত শুক্রবার ২৯ডিসেম্বর রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল আরমান হোসেন পিপিএম এর নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ এর নেতৃত্বে এসআই ফয়জার, এসআই সাইফুল, এসআই সাইফুর, এসআই শাহাদত, এসআই দীনেশ, এসআই মমিন, এএসআই মিজান, এএসআই রশিদ, এএসআই মুর্তূজা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার সারাই ইউনিয়নের তেলীটারী গ্রামের মজুমদার মিয়ার পুত্র ৩বছরের সাজাপ্রাপ্ত আসামী রুবেল মিয়াকে সিআর-৭৭/১৩ মূলে, সর্দারপাড়া গ্রামের মৃত কপিল উদ্দিনের পুত্র আনোয়ারুল ইসলামকে জিআর-০৫/১৪ মূলে, হারাগাছ ইউনিয়নের চরনাজিরদহ গ্রামের হাছেন আলীর পুত্র জাহাঙ্গীর আলমকে জিআর-১৯২/১৭ মূলে ও রজব আলী অজকে জুয়া মামলায় এবং বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের মৃত আঃ কুদ্দুসের পুত্র চান মিয়া(৫৫) ও লালমনিরহাট জেলার সদর উপজেলার কালমাঠি গ্রামের নাজিম উদ্দিনের পুত্র মাহাফুজুর রহমান(৪০) কে মাদক মামলায় গ্রেফতার করে।
থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ জুয়া, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত ও গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃর্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।