কাউনিয়ায় বেকার যুবমহিলাদের কর্মসংস্থান বিষয়ক প্রশিক্ষণের সমাপনি
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় বেকার যুবমহিলাদের কর্মসংস্থান ও আতœকর্ম সংস্থানের লক্ষে ১০দিন মেয়াদি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠিত হয়েছে।
গত(১২সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন প্রজেন্সী(জাইকা) সহায়তায় ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের বাস্তবায়নে উপজেলা শিশু নিকেতন হলরুমে বেকার যুবমহিলাদের কর্মসংস্থান ও আতœকর্ম সংস্থানের লক্ষে ১০দিন মেয়াদি “ব্লক ও বাটিক”বিষয়ক প্রশিক্ষণের সমাপনি উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আজাদ। এসময় উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার সরকার, কৃষি কর্মকর্তা সাইফুল আলম, অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
২সেপ্টেম্বর থেকে ১১সেপ্টেম্বর পর্যন্ত ১০দিন ব্যাপি প্রশিক্ষণে কর্মক্ষম করে গড়ে তুলতে উপজেলার বেকার যুব মহিলাদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।