কাউনিয়ায় বেগম রোকেয়া দিবস পালন
কাউনিয়া প্রতিনিধি : বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষ্যে কাউনিয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে গত শনিবার ৯ডিসেম্বর বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে পালন করা হয়।
বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়ামে মহিলা বিষয়ক কর্মকর্তা নুরেশ কাওসার জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান, থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রত্যাশার আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক সারওয়ার আলম মুকুল, নারীনেত্রী সামছুন নাহার রানী, হাসনা পারভীন মুক্তি। অনান্যের মধ্যে বক্তব্য রাখেন এনজিও প্রতিনিধি অনুপমা রায়, সফল জয়িতা রওশনারা বেগম প্রমূখ। আলোচনা শেষে অতিথি বৃন্দ সফল জয়িতার হাতে সাটিফিকেট ও ক্রেস্ট ও ৪টি মহিলা সমিতিকে চেক প্রদান করে।