শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালতে ভুয়া ডাক্তারের ৫০ হাজার টাকা জরিমানা

এম এ হাবিব(তুষার)কাউনিয়া প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া সদরে সানাই মোড় এলাকায় যশোদা মার্কেটে অভিযান চালিয়ে অবৈধ ভাবে মিথ্যা বিজ্ঞাপন দ¦ারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার দায়ে এক ভুয়া ডাক্তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬মাসে জেল প্রদান করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম।

ভ্রাম্যমান আদালতের পেশকার ফারুক হোসেন জানান, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুল্লা আলমামুন এর পুত্র ভুয়া ডাক্তার মোঃ আঃ রশিদ দীর্ঘদিন থেকে লাইসেন্স বিহীন, ভুয়া প্রচারনা চালিয়ে লোকজনকে প্রতারনা করে পাইল্সসহ নানা রোগের অপারেশনসহ চিকিৎসা করে আসছিল এমন তথ্যের ভিত্তিতে শনিবার অভিযান চালিয়ে ভ্রাম্যামান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার তার ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করে। এসময় উপস্থিত ছিলেন সেনিটারী ইন্সপেকটার আবু সাঈদ। এলাকাবাসী এ অভিযান কে স্বাগত জানিয়েছে।