বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

কাউনিয়ায় ভ্রাম্যমান আদালত ৩ দোকানের জরিমানা

এম এ হাবিব(তুষার)কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারের বেঁধে দেয়া নিয়ম না মানায় ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম বিভিন্ন স্থানে ৩ দোকানের জরিমানা করেছে।

ভ্রাম্যমান আদালতের পেশকার মোঃ ফারুক হাসান জানান, উপজেলার বালাপাড়া ইউনিয়নের খোপাতি এলাকায় হামিদ মিয়ার পুত্র হামিদুল ইসলামের ২০০০, শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দভুতছাড়া গ্রামে শরিফুল এর পুত্র মোমিনুল ইসলাম এর ১০০০, কুর্শা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে শফিক এর পুত্র সেলিম মিয়ার ২০০ টাকা জরিমানা করা হয়।