মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড

কাউনিয়া প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামে শহীদ মোফাজ্জল হোসেন এর বাড়িতে বুধবার সকালে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুন লেগে নিমিশেই বাড়ির ১২টি রুমে থাকা আসবাবপত্রসহ যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল স্থানীয় জনপ্রতিনিধি পরিদর্শন করেছেন।

শহীদ মোফাজ্জল হোসেনের ছেলে জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়ার মোছাব্বির হোসেন জানান, গত শনিবার তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন এবং রাতের খাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। বাড়িতে কখন আগুন লেগেছে তিনি কিছুই বলতে পারেন না। আগুনের লেলীহান শিখা দেখে লোকজন দরজা ভেঙ্গে তাকে ঘর থেকে বাহির করেন।

এ অগ্নিকান্ডে তার ক্ষতির পরিমান প্রায় পনের লাখ টাকা। এসময় পাসপোর্ট ও ডলার বের করতে গিয়ে তার দু’পায়ে ও মাথার কিছু অংশ আগুনে পুড়ে যায়। এদিকে কাউনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ষ্টেশনের ইনচার্জ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে একটি ইউনিট গিয়ে আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়।