কাউনিয়ায় মটর সাইকেল চুরি
কাউনিয়া প্রতিনিধি,রংপুর :
কাউনিয়ায় বিগত দুই বছরে ৫০টিরও বেশী মটর সাইকেল চুরি গেছে, একটিও উদ্ধার করতে পারেনি পুলিশ প্রশাসন। সর্বশেষ উপজেলা রেজিট্রি অফিসের সামন থেকে গত বুধবার ২৭ডিসেম্বর আবারও একটি মটর সাইকেল চুরি যায়। জানাগেছে উপজেলার কুর্শা ইউনিয়নের কুর্শা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম তার ব্লু রং এর ১২৫সিসি ডিসকভার নতুন মটর সাইকেলটি রেজিট্রি অফিসের সামনে রেখে বিদ্যালয়ের বই নেয়ার জন্য বই এর গুদামে যায়। বই এর গুদাম থেকে ১০মিনিট পর বের হয়ে এসে দেখে তার মটর সাইকেলটি নেই। এরপর বিভিন্ন জায়গায় খোজা খুজির পর আর মটর সাইকেল টি পাওয়া যায়নি। কাউনিয়া উপজেলা থেকে গত দুই বছরে ৫১টির বেশী এবং ডিসেম্বর মাসে ৩টি মটর সাইকেল চুরি যায় কিন্তু একটিও উদ্ধার করা সম্ভব হয়নি। এভাবে মটর সাইকেল চুরি যাওয়ায় মটরসাইকেল মালিকরা আতংকিত হয়ে পরেছে।