রবি. সেপ্টে. 15th, 2024

কাউনিয়ায় মন্দির কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ঃ

রংপুরের কাউনিয়া উপজেলা সদর বালাপাড়া ইউনিয়নে পূর্ব নিজপাড়া গ্রামে কালী মন্দিরের সভা অনুষ্ঠিত হয়েছে।

গত(১৪এপ্রিল)বুধবার সন্ধ্যায় মন্দির কমিটির আয়োজনে মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির সভাপতি রবিন্দ্রনাথ বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. আনোয়ার হেসেন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, মন্দির কমিটির প্রধান উপদেষ্ঠা শিক্ষক হেমন্ত বর্মন, সহ-সভাপতি জলরাম বর্মন, স্থানীয় মসজিদ কমিটির কমিটির সহ-সভাপতি মো. আব্দুর সালাম, মন্দির কমিটির সাধারণ সম্পাদক রবিন্দ্রনাথ বর্মন, সদস্য গোপাল চন্দ্র বর্মন, হরিপদ চন্দ্র বর্মন, মন্ডরাম চন্দ্র বর্মন, নিপেন চন্দ্র বর্মন, মহেষ চন্দ্র বর্মন, কোষাধক্ষ্য জীবন চন্দ্র বর্মন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন মন্দির কমিটির অন্যান্য সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তরা বলেন দীর্ঘ দিনের কালী মন্দিরটির সংস্কারের অভাবে বেহাল দর্শার সৃষ্টি হয়েছে। মন্দিরের উন্নয়নে সবার সহযোগিতা কামনা কামনা করেন বক্তারা।