কাউনিয়ায় মশক নিধন, ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
নিজস্ব প্রতিনিধি:
সারাদেশের ন্যায় রংপুরের কাউনিয়ায় একযোগে মশক নিধন, ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান শুরু করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা ব্যাপী ব্যাপক কর্মসুচি গ্রহণ করা হয়েছে।
বুধবার(৭আগষ্ট) সকালে ৫নং বালাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন ইউনিয়ন পরিষসদ চেয়ারম্যান মো: আনছার আলী। পরে একটি র্যালি ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীদের সাথে মশক নিধন, ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্নতা পরামর্শ প্রদান করে। এসময় সময় উপস্থিত ছিলেন কাউনিয়া থানা প্রশাসন ইউপি সদস্য গ্রাম আদালত সহকারীসহ এলাকার সুদী বৃন্দ।