কাউনিয়ায় মাকু’র ১শ’ খাদ্য সমগ্রী উপজেলা পরিষদ তহবিলে প্রদান
স্টাফ রিপোর্টার,কাউনিয়া :
করোনা ভাইরাস মোকাবেলায় রংপুরের কাউনিয়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম এর সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবানে সারা দিয়ে হারাগাছ মায়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (মাকু)গত রবিবার ১শ’ খাদ্য সামগ্রী নির্বাহী অফিসারের হাতে প্রদান করে।
অনুদান প্রদান করেন মায়াবাজার কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ (মাকু) এর চেয়ারম্যান মোঃ আলিমুল রেজ্জা খাঁন জুয়েল এর পক্ষে সেক্রেটারি মোঃ আজম আলী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, সারাই ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম, বালাপাড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, হারাগাছ ইউপি চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার প্রমূখ।
মাজের বৃত্তবানদের দেশের এ অবস্থায় যার যা আছে তাই নিয়ে এগিয়ে আসার আহবান জানান নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম।