কাউনিয়ায় মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় উপজেলায় মাটির উৎপাদনশীলতা বৃদ্ধি ও স্বাস্থ্য রক্ষায় মাটি পরীক্ষা করে সুষম সার প্রদান নিশ্চিতকরণ বিষয়ে সচেতনতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ অনুুষ্ঠিত হয়েছে।
রবিবার(০১সেপ্টেম্বর)সকালে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী(জাইকা) সহায়তায় বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি অডিটরিয়াম হলরুমে উৎপাদনশীলতা বৃদ্ধি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা: উলফৎ আরা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিক আহম্মেদ ও রাকিবুল ইসলাম প্রমূখ। এ প্রশিক্ষণ উপজেলার কৃষকদের মাঝে দেওয়া হয়।