কাউনিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এম এ হাবিব(তুষার)কাউনিয়া প্রতিনিধি :
“মাদককে রুখবো-বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
আজ(০২জানুয়ারি)বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার সরকার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান আজাদ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল হামিদ, কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম, সাপ্তাহিক কাউনিয়া পত্রিকার প্রকাশক ও সম্পাদক অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম(রাজু), প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, সাংবাদিক মিজানুর রহমান(মিজান), জহির রায়হান, জসিমসহ শিক্ষক, শিক্ষিকাসহ এলাকার গণ্যমাণ্য সুধীবৃন্দ।