কাউনিয়ায় মানাষ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়ায় উপজেলা সদরের বালাপাড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
প্রাচীন ও বাঙালির এই ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিতিযোগিতা খেলাকে উপভোগ করতে নদীর দুই পাড়ে হাজারো মানুষের সমাগম ঘটে। এসময় লাকায় বিরাজ করে উৎসবের আমেজ। নৌকার ঠিক মাঝখানে একজন বাজনদার বৈঠার তালে তালে ঢং ঢং শব্দে পিতলের থালা বাজাচ্ছেন আর নৌকার একবারে গলুই এর সামে থেকে “চড়েন্দার” (নৌকার নিয়ন্ত্রক) লাঠি হাতে সামনের দিকে তালে তালে ঝুকছেন। নদীতে কেবলই পিতলের থালার ঢং ঢং আর পানিতে বৈঠা মারার শব্দ-মাঝে মাঝিদের চিৎকার। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে সুস্থধারার নানা প্রতিযোগিতা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়–ক- এমন প্রত্যাশা সচেতনদের।
গত (১১সেপ্টেম্বর)দুপুরে উপজেলা সদরের বালাপাড়া ইউনিয়নের প্রত্যন্ত এলাকায় মৌলভী বাজার অটো মালিক সমিতির উদ্যোগে গোপীডাঙ্গা মানাষ নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ চেয়াম্যান আছার আলীর সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের সদস্য সচিব এড. মোজাহারুল আলম (বাবলু) প্রধান পৃষ্টপোষকতায় খেলা উদ্বোধন করেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক মো: জাহাঙ্গীর হাসান, মৌলভী বাজার অটো মালিক সমিতির সভাপতি ইয়াকুব আলী প্রমুখ।
নৌকাবাইচে অংশ নেয় একতা হরিশ্বর কাউনিয়া, মহাজোট গোপীডাঙ্গা, জনতা এক্সপ্রেস পূর্বগজা উলিপুর কুড়িগ্রাম, দুরন্ত চিতা ঢুষমারার চর কাউনিয়া, শেরে বাংলা পাঞ্জরভাঙ্গা কাউনিয়া, মায়ের খুশি পাগলা বাবা, শহীদবাগ এক্সপ্রেস কাউনিয়া, পাগলা বাবা ভাঙ্গার চর সুন্দরগঞ্জ গাইবান্দা, সোনার তরী ফুলকার চর রৌমারী কুড়িগ্রাম, মায়ের দোয়া চর চরা বাড়ী সুন্দরগঞ্জ গাইবান্দা নামের নৌকাসহ ১০ টি নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহন করে।