শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়ায় মুজিব শতবর্ষ ভলিবল লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক :


রংপুরের কাউনিয়া উপজেলায় মুজিব শতবর্ষ উপলক্ষে ‘মুজিব জন্মশতবর্ষ ভলিবল লীগ’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(২১মার্চ)বিকালে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মুজিব জন্ম শতবর্ষ ভলিবল লীগ-২০২১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।


খেলা শেষে উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান আনছার আলী, ব্যবসায়ী সফিকুল ইসলাম সফি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুল জলিল, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক সফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হাসান, জমশের আলী, আইন বিষয়ক সম্পাদক আবু ফেরদৌস মহসিন সরকার(হিরা), ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোবাশ্বারুল ইসলাম রাজু, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়সহ অন্যান্য অতিথিবৃন্দ।


খেলায় ফাল্গুনী বয়েজকে হারিয়ে কলেজ পাড়া জুনিয়র গোল্ড স্টার চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।