মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় মেডিকেল থেকে গৃহবঁধূর লাশ উদ্ধার, পালিয়েছে স্বজনরা

নিজেস্ব প্রতিবেদক ঃ
কাউনিয়া উপজেলা মেডিকেল থেকে গত রবিবার রাতে আজেকা বেগম (২২) নামের এক গৃহবঁধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্র ও থানা পুলিশ সূত্রে জানাগেছে গত রবিবার রাতে অটোরিকশা যোগে দু’জন মহিলা আজেকা বেগম কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক রোগী কে চিকিৎসা দিতে গিয়ে দেখেন রোগী আর বেঁচে নেই। এ কথা শুনে পালিয়ে যায় ওই দু’ মহিলা স্বজন। স্বাস্থ্য কেন্দ্রের খাতায় নেই রোগী ও স্বজনের নাম ঠিকানা। পুলিশ কে খবর দিলে পুলিশ এসে রাত সাড়ে দশটার দিকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে পুলিশ বিভিন্ন এলাকায় সোর্চ দিয়ে খোঁজ নিয়ে জানতে পারে আজেকা বেগম কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের হয়বত খাঁ গ্রামের জিয়ারুল ইসলাম জিয়ার স্ত্রী। আজেকা বেগম স্বামী সহ এক মাস ধরে স্বামীর ভগ্নিপতি রাজারহাটের বিদ্যানন্দ গ্রামের বাসিন্দা আব্দুল গফুর মিয়ার পুত্র আহমেদ আলীর বাড়িতে বসবাস করতো। সেখানে রবিবার সন্ধ্যায় ইঁদুর মারার কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পড়লে আজেকা বেগম কে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করার জন্য নিয়ে আসা হয়। চিকিৎসক চিকিৎসা দিতে গিয়ে দেখেন রোগী আগেই মারা গেছে।

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।