মঙ্গল. অক্টো. 15th, 2024

কাউনিয়ায় মৎস্য উৎপাদন বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকা’র সহয়তায় এবং উপজেলা মৎস্য বিভাগের বাস্তবায়নে আধুনিক উচ্চতর প্রযুক্তি গ্রহীতাদের মাঝে বানিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ বাস্তবায়নের মাধ্যমে কার্প জাতীয় ও গুলশা, পাবদা, মনোসেক্স তেলাপিয়া, শিং মাছের আধাঁনিবিড় পদ্ধতিতে উৎপাদন বৃদ্ধিমূলক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গত বুধবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফয়জুন নাহার, সহকারি মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম প্রমূখ। প্রশিক্ষণে উপজেলার ৫০ জন মৎস্য চাষী ২দিনব্যাপী অংশগ্রহন করবেন বলে জানান সংশ্লিষ্ট দপ্তর।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।