বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

কাউনিয়ায় মৎস্য খামারের পানি দিয়ে ৫০ দোন জমির ধান নষ্ট

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামে মৎস্য খামারের পানি দিয়ে প্রায় ৫০ দোন জমির পাকা ধান নষ্ট হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

লিখিত অভিযোগে জানাগেছে, নিজপাড়া গ্রামের মনভোলা এর পুত্র মৎস্য খামারী হিমচন্দ্র বর্ম্মন এলাকার কৃষকদের কিছু না জানিয়ে তার মৎস্য খামারের পানি সেচ দিয়ে বাহিরে ফেলে। ইতিমধ্যে বেশ কিছু কৃষক আমন ধান কেটে জমিতে শুকাতে রাখে আর কেউ কেউ কাটার অপেক্ষায়। এরই মাঝে হিমচন্দ্রের খামারের পুকুরের পানি দিয়ে কাটা ধান গুলো তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম, আলহাজ্ব ময়েন উদ্দিন, সুদর্শন চন্দ্র, সুকুমার জানায় তাদের কাটা ধান পানিতে তলিয়ে গেছে। এতে ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। এব্যাপারে তারা উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদন করেছে। নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা জানান অভিযোগ পেয়েছি বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে। ক্ষতিগ্রস্ত কৃষকগন সুষ্ঠু তদন্ত করে দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তিসহ ক্ষতিপুরন দাবী করেন।                                                                                     

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।