শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়ায় মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

রংপুরের কাউনিয়ায় উপজেলায় মৎস্য চাষির মাঝে উপকরণ বিতরণ করা হয়েছ।

(২২নভেম্বর)সোমবার সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চত্বরে মৎস্য দপ্তরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়)এর আওতায় হারাগাছ চর চতুরা গুচ্ছ গ্রাম সিবিজি চাষির মাঝে উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন।

এসময় উপস্থিত ছিলেন রংপুর উপ-প্রকল্প পরিচালক মো. বদরুজ্জামান মানিক, জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার, মৎস্য কর্মকর্তা ফারজানা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, সমাজ সেবা কর্মকর্তা সামিউল হক, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম, থানা অফিসার ইনচার্জ মাসুুমুর রহমান, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, মৎস্য জীবি সমিতির সদস্যসহ অন্যান্য অতিথিবৃন্দ।