কাউনিয়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত
নিজস্ব সংবাদদাতা :
রংপুরের কাউনিয়া উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
আজ রোববার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, থানা পুলিশসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দরা। এ সময়ে উপস্থিত সকলেই কালো ব্যাজ ধারণ করেন।
পুস্পস্তবক অর্পন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি অডিটোরিয়াম হলরুমে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাহ্মিনা তারিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক. মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. আঙ্গুরা বেগম, বীর মুক্তিযোদ্ধা কম্পানি কমান্ডার সরদার আব্দুল হাকিম, সহকারী কমিশনার(ভূমি)মোঃ মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ হান্নান, থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মাসুমুর রহমান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আনছার আলী, সফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, ওসি(তদন্ত)সেলিমুর রহমান সেলিম, উপজেলা আ’লীগের সহসভাপতি প্রভাষক আব্দুল জলিল, যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা। আলোচনা শেষে জাতীয় শোক দিবস পালনে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।