কাউনিয়ায় যমুনা ব্যাংকের ফলদ ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি:
‘পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ’ শ্লোগানকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলায় যমুনা ব্যাংক লিমিটেড এর ফলদ ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
গত(৬আগষ্ট)দুপুরে যমুনা ব্যাংক লিমিটেড কাউনিয়া শাখার আয়োজনে জাতীয় বৃক্ষরোপন কর্মসূচী-২০১৯ উপলক্ষে ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজ চত্বরে ফলদ ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)মুসা আহাম্মদ, যমুনা ব্যাংক লিমিটেড কাউনিয়া শাখা ব্যাবস্থাপক মো. মাহবুল করিম, অপারেশন ব্যবস্থাপক আব্দুল হাকিম, এফইও আসাদুজ্জামান, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, প্রভাষক আবু আহসান সিদ্দিক পরাগ, আবু আহসান সিদ্দিক পল্লব, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, সাংবাদিক মিজানুর রহমান(মিজান), উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জামিল হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সুধীবৃন্দ।