কাউনিয়ায় যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিনিধি :
রংপুরের কাউনিয়ায় করোনায় ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে পড়েছেন হাজার হাজার খেটে খাওয়া মানুষ। এসব মানুষদের মধ্যে সিংহভাগ মানুষের ঘরে খাদ্য সংকট দেখা দিয়েছে। ফলে কর্মহীন ঘরে আটকা পরা শ্রমিক, দিনমজুর এবং খেটে খাওয়া মানুষের দৈনন্দিন জীবনে খাদ্য সামগ্রী নিশ্চিত করা জরুরী হয়ে পড়েছে।
এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার(০৭মে)সকালে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে এবং আলহাজ্ব সিরাজুল ইসলাম(ভরসা)এর সৌজন্যে শারীরিক দূরত্ব বজায় রেখে কাউনিয়া দাখিল মাদ্রাসা মাঠে উপজেলার অবহেলিত, কর্মহীন অসহায় মানুষদের মাঝে চাল ডালসহ খাদ্য সামগ্রী বিতরণ করেছে যমুনা ব্যাংক কাউনিয়া শাখা।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম, যমুনা ব্যাংক রাজশাহী ব্যাঞ্চ এর বিভাগীয় প্রধান মো. মনজুরুল আহসান, থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, যমুনা ব্যাংক রংপুর শাখার ব্যবস্থাপক রাইসুল কবির, কাউনিয়া শাখার ব্যবস্থাপক মাহবুবুল করিম, ত্র্যাড. শাহীন সরকার, প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন প্রমুখ। এ ছাড়াও উপস্থিত ছিলেন এলাকার সুর্ধীবৃন্দ।