কাউনিয়ায় যমুনা ব্যাংক লিমিটেড এর উদ্যোগে দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
মাসুদ পারভেজ, হারাগাছ সংবাদদাতাঃ
রংপুরের কাউনিয়া উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বিদ্যমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আজ(১৮জুলাই)সোমবার সকালে উপজেলার হারাগাছ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা প্রশাসনের সহযোগিতায় ও যমুনা ব্যাংক লিমিটেড এর পরিচালক আলহাজ্ব সিরাজুল ইসলাম ভরসার উদ্যোগে করোনায় তৃতীয় ধাপে হারাগাছ পৌরসভা ৯টি ওয়ার্ডের ২০০জন অসহায় দুঃস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ১হাজার করে টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিঃ রংপুর শাখার ম্যানেজার রাইসুল করিম, কাউনিয়া শাখা ম্যানেজার মাহবুবুল করিম, হারাগাছ উপশাখা ইনচার্জ আসাদুজ্জামান, হারাগাছ মেট্টোপলিটন থানার ওসি রেজাউল করিম, হারাগাছ প্রেসক্লাবের সভাপতি আয়নাল হক, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলরসহ এলাকার অন্যান্য অতিথিবৃন্দ।