বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

কাউনিয়ায় যাকাত সংগ্রহ বৃদ্ধির লক্ষে সেমিনার অনুষ্ঠিত

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলায় যাকাত সংগ্রহের লক্ষে উপজেলা পর্য়ায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গত(২০এপ্রিল)বৃধবার বিকালে ইসলামিক ফাউন্ডেশন রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান আশরাফুল ইসলাম, আনছার আলী, আব্দুল মজিদ, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, থানা অফিসার ইনচার্জ(ওসি)মো.মাসুমুর রহমান, উপজেলা সিনিয়র ফিল্ড সুপারভাইচার মওলানা আব্দুর রাজ্জাক, মডেল কেয়ার টেকার শহিদুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকবৃন্দ ।