বৃহস্পতি. সেপ্টে. 19th, 2024

কাউনিয়ায় রংপুর জেলা পরিষদের খাদ্য সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার, কাউনিয়া :


রংপুরের কাউনিয়া উপজেলায় প্রাণঘাতী করোনার প্রভাবে খেটে খাওয়া হত দরিদ্র মানুষ গুলোর জন্য রংপুর জেলা পরিষদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন, রংপুর জেলা পরিষদ সদস্য মোছাঃ সেলিনা তালুকদার শিউলি।


আজ(০৭এপ্রিল)দুপরে উপজেলার বালাপাড়া ইউনিয়নের গেদ্দ বালাপাড়া গ্রামে রংপুর জেলা পরিষদ সদস্য তার নিজ বাড়ী প্রাঙ্গনে অসহায়, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।


এসময় উপস্থিত ছিলেন, বাংলার চিত্র ডটকম পত্রিকার প্রকাশক সম্পাদক নিতাই রায়, ইউপি সদস্য আমিরুল ইসলাম পলাশ, শ্রী অমরেশ চন্দ্র, সাংবাদিক জহির রায়হান, হাসিনা তালুকদার প্রমূখ।


এ সময় রংপুর জেলা পরিষদ সদস্য মোছাঃ সেলিনা তালুকদার শিউলি বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে নিজ নিজ বাড়ীতে থাকার আহবান জানান। তিনি আরো বলেন প্রাণঘাতী করোনার প্রভাবে খেটে খাওয়া হত দরিদ্র মানুষ গুলোর জন্য রংপুর জেলা পরিষদের পক্ষ থেকে চাল, ডাল, তৈল, আলুসহ সাধ্যমত সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছে।