মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়ায় রাস্তার দাবীতে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: রংপুরের কাউনিয়ায় বসতবাড়ীতে চলাচলের রাস্তার দাবীতে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
(২২শে অক্টোবর) বিকেলে উপজেলা সদড় কাজল মার্কেট সংলগ্ন পশ্চিম নিজপাড়া এলাকায় সংবাদ সম্মেলনে এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইউছুফ আলী ড্রাইভার।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, তাদের বাড়ীর পাশে কিছু দিন আগে জমি কিনে বাড়ী করেন আঃ সামাদ ফকিরের পুত্র নূর ইসলাম কিন্ত তিনি পাঁকা বাড়ী করার সময় এলাকাবাসীকে চলাচলের জন্য রাস্তা না রেখেই বাড়ীর কাজ শুরু করেন। এতে চলাচলের রাস্তা বন্ধ সংকোচিত হলে।

এলাকাবাসী ২০১৬ সাল থেকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে লিখিত অভিযোগ করলে তারা ঘটনাস্থল পরিদর্শন করে চলাচলের রাস্তা ছেড়ে দিয়ে ঘর করার নির্দেশ দেন কিন্ত নূর ইসলাম কারোরই কথা রাখেননি। তিনি সংবাদ সম্মেলনে জানান বিষয়টি আরও বেশী ঘণিভুত হলে গত ১৯.১০.২০১৯ তারিখে মিথ্যা চাদাবাজীর অভিযোগে এলাকার ৪ জনকে র‌্যাব গ্রেফতার করে নিয়ে যান। উল্লিখিত বিষয়টির সুরাহা ও জনসাধারনের চলাচলের রাস্তা দেয়ার দাবী জানান এলাকাবাসীর পক্ষে ইউছুফ আলী।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।