সোম. সেপ্টে. 16th, 2024

কাউনিয়ায় শহীদবাগ প্রিমিয়ার লীগ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

নিজস্ব সংবাদদাতা : এম এ হাবিব তুষার

“ক্রীড়া শক্তি ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে রেখে” রংপুরের কাউনিয়া উপজেলায়(১৮ফেব্রুয়ারি)বৃহস্পতিবার দুপুরে শহীদবাগ প্রিমিয়ার লীগের আয়োজনে শহীদবাগ স্কুল এন্ড কলেজ মাঠে শহীদবাগ প্রিমিয়ার লীগ এর ফাইনাল খেলার উদ্বোধন করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আলম।

খেলা শেষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান অবসর প্রাপ্ত সার্জেন্ট আলহাজ্ব সাঈদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাব বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এম এ হান্নান।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম সেলিম, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আবেদ আলী মন্ডল, শহীদবাগ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. আব্দুর রশিদ, সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল হামিদ, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক নিতাই রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি সুশান্ত সরকারসহ অন্যান্য অতিথি বৃন্দ।

খেলায় প্রাণনাথ চর আদর্শ রাইডার্স বনাম টিম ইনফিনিটিভ ফাইনাল খেলায় টিম ইনফিনিটিভকে হারিয়ে প্রাণনাথ চর আদর্শ রাইডাস চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।