কাউনিয়ায় শীতার্ত মানুষের মাঝে প্রত্যাশার আলো পত্রিকার শীত বন্ত্র বিতরণ
এম এ হাবিব(তুষার) কাউনিয়া প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলা থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রত্যাশার আলো পত্রিকা পরিবারের পক্ষ থেকে শীতার্ত মানুষের মাঝে গত রবিবার সন্ধায় শীত বস্ত্র বিতরণ করা হয়।
উপজেলার রেজিষ্ট্রি অফিস মাঠে শীত বস্ত্র বিতরণ করেন নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহকারী কমিশনার (ভুমি) জেসমিন নাহার, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, প্রেসক্লাব কাউনিয়া সভাপতি মোস্তাক আহমেদ, কাউনিয়া প্রেসক্লাব সম্পাদক মিজানুর রহমান মিটুল, থানা অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, বণিক সমবায় সমিতির সভাপতি আব্দুস ছালাম, শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা ইয়াসমীন, আনসার ভিডিপি প্রশিক্ষক মনিরুজ্জামান, উপজেলা তথ্য অফিসার আক্তার জাহান, উপজেলা প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক নিতাই রায়, জসিম সরকার, প্রত্যাশার আলো পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার জহির রায়হান, সাংবাদিক আবু হাসান, এম এ হাবিব(তুশার) প্রমূখ।
অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।