কাউনিয়ায় সরকারি ভাবে আমন ধান সংগ্রহের উদ্বোধন
এম এ হাবিব(তুষার),কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
লোকসানের হাত থেকে কৃষককে রক্ষায় রংপুরের কাউনিয়া উপজেলায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ(১০ডিসেম্বর)বিকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে সরাসরি কৃষকদের কাছ থেকে আমন ধান ক্রয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী অফিসার মোছা. উলফৎ আরা বেগম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা খাদ্য কর্মকর্তা আফান আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা শামীমা নাছরীন, জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আবুল কাশেম, ইউপি চেয়ারম্যান আনছার আলী, মিল চাতাল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মিনহাজুর রহমান হেনা, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আবেদ আলী মন্ডলসহ আমন্ত্রিতবৃন্দ।
উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানাগেছে, উপজেলার শুধুমাত্র লটারিতে নির্বাচিত কৃষকরা সরকারের নিকট ধান বিক্রি করতে পারবেন। এ ক্ষেত্রে কোনও ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যদি কেউ অনিয়ম করে তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। চলতি মৌসূমে প্রতি কেজি ২৬ টাকা দরে ১হাজার ৩শত ৩১ মেট্টিক টন আমন ধান ১হাজার ৩শত ৩১জন কৃষকদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে। যা আগামী ২৮শে ফের্রুয়ারি পযর্ন্ত কৃষকদের নিকট থেকে ধান ক্রয় করা হবে মর্মে জানাগেছে।