কাউনিয়ায় সারের দাম বেশি নেওয়ায় দুই ডিলারের ২৫ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক :
রংপুরের কাউনিয়ায় সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা, ক্যাশ মেমো ব্যবহার না করা ও ভুয়া ক্যাশ মেমো কাটার অপরাধে বিসিআইসি দুই সার ডিলারের ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ(২৩আগস্ট)মঙ্গলবার উপজেলা গাজীর হাটে বিসিআইসি সার ডিলার মজিবর রহমানের ২০হাজার ও হলদী এলাকার নজরুল ইসলামের ৫হাজার টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন। এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা শাহানাজ পারবীন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা কল্লোল কিশোর সরকারসহ একদল পুলিশ।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন জানান, সারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা, ক্যাশ মেমো ব্যবহার না করা ও ভুয়া ক্যাশ মেমো কাটার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক এ অর্থদন্ড করা হয়।
উপজেলার সব হাট-বাজারের দোকানে সারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য নির্ধারিত মূল্যের চেয়ে বেশি রাখা প্রতিরোধে এধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানান এলাকাবাসী।