বুধ. সেপ্টে. 11th, 2024

কাউনিয়ায় সিআইজি সদস্যদের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরের কাউনিয়া উপজেলায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্ট(এনএটিপি-২)(১ম সংশোধিত)এর আওতায় সিআইজি গ্রুপের সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


গতকাল(৪সেপ্টেম্বর)শনিবার সকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজ দর্পা গ্রামে কৃষি সম্প্রসারণ ও মৎস্য এবং প্রাণীসম্পদ অধিদপ্তরের আয়োজনে সিআইজি গ্রুপের সদস্যদের সাথে মতবিনিময় সভা অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রাব্বানী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মেসবাহুল ইসলাম।


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এনএটিপি-২ প্রকল্পের পরিচালক অতিরিক্ত সচিব মতিউর রহমান, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী উপ-পরিচালক ওবায়দুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিধু ভূষন রায়, উপজেলা নির্বাহী অফিসার তাহ্মিনা তারিন, জেলা মৎস্য কর্মকর্তা বরুন কুমার, উপজেলা কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীনসহ অন্যান্য অতিথিবৃন্দ ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী যে স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে গ্রাম হবে শহর সেই লক্ষ্যে কাজ করতে হবে। কৃষি জমি পরিকল্পিত ব্যবহার করতে হবে। বর্তমান বাংলাদেশ কৃষিক্ষেত্রে অনেক উন্নয়ন করেছে। কৃষকদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষ করলে কৃষকরা স্বল্প সময়ে বেশি ফসল পাবেন। দেশের কৃষকরা যেন ভালোভাবে থাকতে পারে সেজন্য সরকার সব রকমের সহযোগিতা করে যাচ্ছে সরকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকদের সব রকমের সুযোগ সুবিধা প্রদান করা হয়। যত বেশি ফলন হবে ততো কৃষক আলোর মুখ দেখবে।


অতিথিবৃন্দ মতবিনিময় সভার পূর্বে ট্রাইকো কম্পোস্ট ও ভর্মি কম্পোস্টসহ বিভিন্ন উৎপাদন খামার পরিদর্শন করেন।