মঙ্গল. অক্টো. 15th, 2024

কাউনিয়ায় সুফলভোগী মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক :

বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দুর করি এ শ্লো-গানকে সামনে রেখে রংপুরের কাউনিয়ায় উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২১ উপলক্ষে সুফলভোগী মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

গত(২সেপ্টেম্বর)সকালে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে সুফলভোগী মৎস্য চাষিদের মাঝে বিনামূল্যে ত্র্যারেটর ও মাছের খাদ্য বিতরণ করা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহ্মিনা তারিন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকতা মোছা. ফারজানা আক্তার, কৃষি কর্মকর্তা শাহানাজ পারভীন, সহকারী মৎস্য কর্মকর্তা মাহাবুব উল আলম, সাপ্তাহিক প্রত্যাশার আলো সম্পাদক সারওয়ার আলম মুকুল, মৎস্য সমবায় সমিতির সভাপতি মনতাজ আলীসহ অন্যান্য অতিথিবৃন্দ।