কাউনিয়ায় ২৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক :
রংপুরের কাউনিয়া উপজেলার ২৫কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানাগেছে, উপজেলার সদর বালাপাড়া ইউনিয়নের হলদী বাড়ি রেল গেইট এলাকায় গত(৩১আগস্ট)মঙ্গলবার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুুমুর রহমান এর নেতৃত্বে এক অভিযান চালানো হয়। এসময় কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে কাভার্ড ভ্যান এর পেছনে মাদক বহনের জন্য বিশেষ কায়দায় বানানো বক্সের মধ্যে রক্ষিত ২৫কেজি গাঁজা যার মূল্য আড়াই লাখ টাকা ও কার্ভাট ভ্যানসহ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে কুড়িগ্রাম জেলার সদর থানার ঘোঘাদহ ইউনিয়নের কাঁচি চর গ্রামের মৃত হাছেন আলীর পুত্র মো. আশরাফুল ইসলাম(২৭)।
আটকের বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মাসুুমুর রহমান মাসুম জানান, কার্ভাট ভ্যানে মাদক বহনের জন্য বিশেষ কায়দায় বানানো বক্সের মধ্যে রক্ষিত ২৫কেজি গাঁজা ও কাভার্ড ভ্যানসহ মাদক ব্যবসায়ীকে আটক করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।