কাউনিয়ায় ৩কিঃমিঃ পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা :
রংপুরের কাউনিয়া উপজেলায় সরকারের ধারাবাহিক উন্নয়নের অংশ হিসেবে আই আর আই ডি পি থ্রি প্রকল্পের আওতায় ৩কোটি টাকা ব্যয়ে সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে।
গত(২২এপ্রিল)বৃহস্পতিবার দুপুরে উপজেলার হারাগাছ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ হইতে একতার বাজার হয়ে মরা তিস্তা ব্রীজ পর্যন্ত ৩কোটি টাকা ব্যয়ে ৩কিলোমিটার সড়ক পাকা করণ কাজের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.তাহমিনা তারিন, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান আঙ্গুরা বেগম, ইউপি চেয়ারম্যান রকিবুল হাসান পলাশ, প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান জেমি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব সরকার, উপ-সহকারী প্রকৌশলী ফাইজুল ইসলাম রাজু, আরশ ট্রেডাস ঠিকাদারী প্রতিষ্ঠানের ঠিকাদার মো. আনোয়ারুল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রকৌশলী দপ্তর সূত্রে জানা গেছে, বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্শি এমপি’র বিশেষ বরার্দ্দ আই আর আই ডি পি থ্রি প্রকল্পের আওতায় ৩কোটি টাকা ব্যয়ে ৩কিলোমিটার পাকা সড়ক উপজেলার হারাগাছ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ হইতে একতার বাজার হয়ে মরা তিস্তা ব্রীজ পর্যন্ত সড়ক নির্মাণ করা হবে। এ সড়ক পাকা করণের কাজ শীঘ্রই শেষ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ।