কাউনিয়া উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভা
কাউনিয়া প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলা পরিষদ মাসিক সমন্বয় সভা গত মঙ্গলবার ১২ডিসেম্বর উপজেলা প্রশাসন হল রুমে উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমন্বয় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এসএম নাজিয়া সুলতানা, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী খাতুন, ইউপি চেয়ারম্যান এমএ হান্নান, আশরাফুল ইসলাম, আনছার আলী, শফিকুল ইসলাম শফি, রকিবুল হাসান পলাশ, উপজেলা প্রকৌশলী সফিউল আলম, কৃষি কর্মকর্তা শামিমুর রহমান, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ রহমতউন নবী, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সিহাব উদ্দিন শেখ, সমাজসেবা কর্মকর্তা সামিউল আলম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকিউল হাসান, আনসার ভিডিপি’র এআই মনিরুজ্জামান প্রমূখ। উপজেলার সার্বিক উন্নয়নে সভার সভাপতি প্রশাসনসহ সকল দপ্তরের সার্বিক সহযোগীতা কামনা করেন।