মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়া একটি বাড়ি আগুনে পুড়ে ছাই, ২বান টিন ও ৬হাজার টাকা সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার, কাউনিয়া :

কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়নের হলদীবাড়ি রেলগেট এলাকায় একটি বাড়ি গত সোমবার রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমান প্রায় ৫লাখ টাকা।


প্রত্যক্ষদর্শী ও ফায়ারসার্ভিস সূত্রে জানাগেছে মৃত মোবারক আলীর পুত্র মোঃ শহিদুল ইসলামের গোয়াল ঘরে রাখা কয়েল থেকে আগুন লেগে নিমিশের মধ্যেই তিনটি ঘরসহ ঘরে রাখা আসবাবপত্র, নগদ টাকা, ধান চাউল, সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।


পরে খবর পেয়ে কাউনিয়া ফায়ার সার্ভিসের একটি টিম এসে প্রায় ঘন্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। বর্তমানে পরিবারটি খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। বালাপড়া ইউপি চেয়ারম্যান আনছার আলী, পিআইও ঘটনা স্থল পরিদর্শন করেছেন।


ক্ষতিগ্রস্থ পরিবারটিকে ২ বান টিন ও ৬ হাজার টাকা প্রদান করেন, নির্বাহী অফিসার মোছাঃ উলফৎ আরা বেগম। এসময় উপস্থিত ছিলেন প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সরকার, অফিস সহকারী ফারুক হাসান।