মঙ্গল. সেপ্টে. 17th, 2024

কাউনিয়া তকিপল বাজার জামে মসজিদের ছাঁদ ঢালাইয়ের উদ্বোধন

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া উপজেলার তকিপল বাজার রেলগেট সংলগ্ন জামে মসজিদের ছাঁদ ঢালাইয়ের উদ্বোধন করা হয়েছে

আজ(১৯ফেব্রুয়ারি) বুধবার দুপুরে তকিপল বাজার রেলগেট সংলগ্ন মসজিদের ২য় তলা ছাঁদের উদ্বোধন করেন ইউপি চেয়াম্যান আনছার আলী।

এসময় উপস্থিত ছিলেন কাউনিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুসা আহম্মেদ, মসজিদ কমিটির সভাপতি সহকারি অধ্যাপক শাহ মোবাশ্বারুল ইসলাম(রাজু), টাচ্ স্টোন মডেল স্কুলের প্রধান শিক্ষক আলহাজ্ব লুৎফর রহামানের, মসজিদের খতিব বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মোফাচ্ছিরে কোরআন মাও: মুহা: মতিউর রহমান নিজামি এম, এম, রংপুরী সাহেব, মসজিদ কমিটির মোতাওয়াল্লী শাহ্ মোফাখারুল ইসলাম বুলু, শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন হীরা, পেশ ইমাম মো: আব্দুর রহিম, ব্যবসায়ী মো: আনোয়ার হোসেন(জানি)প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি বৃন্দ। ঢালাই কাজের উদ্বোধনের আগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।