কাউনিয়া থানাপুলিশের অভিযানে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৫
কাউনিয়া প্রতিনিধি,রংপুর :
রংপুরের কাউনিয়ায় গত শনিবার ৩০ডিসেম্বর সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল আরমান হোসেন পিপিএম এর নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ এর নেতৃত্বে এসআই মাজহারুল, এসআই সুলতান, এসআই মমতাজুল, এসআই সাইফুর, এসআই শাহাদত, এসআই দীনেশ, এসআই মমিন, এএসআই মিজান, এএসআই রশিদ, এএসআই মুর্তূজা, এএসআই কনক সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বল্লভবীষু গ্রামের আব্দুল কুদ্দুসের পুত্র আমিনুল ইসলাম ওরফে দয়াল(৩৫) কে ২০০ গ্রাম গাজা ও চরচতুরা গ্রামের মৃত: নয়া মিয়ার পুত্র মোস্তাফিজার ওরফে বায়া(৪৮) কে ২০০ গ্রাম গাজাসহ গ্রেফতার করে। এছাড়াও অভিযান চালিয়ে মুন্সিপাড়া এলাকার মৃত: মোক্তার আলীর পুত্র লিটন মিয়া(৩৫) কে জিআর ১৯২/০৯ মূলে, ভিতরকুটি এলাকার শহর আলীর পুত্র রবিউল ইসলাম(২৫) কে সিআর ৪৫/১৬ মূলে এবং হরিশ্বর রেলকলোনী এলাকার চান মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী আলমগীর কবির(২২) কে জিআর ০৬(১২)/১৭ মূলে গ্রেফতার করে। থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ জুয়া, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত ও গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, মাদক ব্যবসায়ীদের নামে মামলা রুজ্জু করা হয়। গ্রেফতারকৃর্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।