কাউনিয়া থানাপুলিশের অভিযানে জুয়ারুসহ গ্রেফতার-৭
কাউনিয়া প্রতিনিধি,রংপুর :
রংপুরের কাউনিয়ায় গত বৃহস্পতিবার ২৮ডিসেম্বর রাতে সিনিয়র সহকারী পুলিশ সুপার সি সার্কেল আরমান হোসেন পিপিএম এর নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ এর নেতৃত্বে এসআই সাইফুর, এসআই শাহাদত, এসআই দীনেশ, এসআই মমিন, এএসআই মিজান, এএসআই রশিদ, এএসআই মুর্তূজা সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভুতছাড়া গ্রামের বারেক মন্ডলের পুত্র এনামুল হক(২৩) ও সাইফুল ইসলাম(২৭), সাব্দী গ্রামের মোফাজ্জল হোসেনের পুত্র শাহ আলম(২৬), মৃত হরিশ্বর চন্দ্রের পুত্র অমল চন্দ্র(৪৫), মৃত গদাল চন্দ্রের পুত্র ইন্দ্রজিৎ চন্দ্র(৪০) কে জুয়া খেলা অবস্থায় গ্রেফতার করে। এছাড়াও হারাগাছের ধুমেরকুঠি এলাকার রফিকুল্লাহ মিয়ার পুত্র আব্দুর রশিদ(৩৮) কে জিআর ২৫৫/১৪ মূলে এবং বানুপাড়া গ্রামের মৃত মাহফুজার রহমানের পুত্র ফুলু মিয়া(৩০) কে সিআর ৭৯/১১ মুলে আটক করে। থানা অফিসার ইনচার্জ মামুন অর রশীদ জুয়া, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত ও গ্রেফতারের বিষয় নিশ্চিত করে জানান, জুয়ারুদের নামে জুয়া আইনে মামলা রুজ্জু করে গ্রেফতারকৃর্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।