কাউনিয়া থানা পুলিশের অভিযানে ১১জুয়ারী আটক
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি :
রংপুরের কাউনিয়া থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে টাকা দিয়ে জুয়া খেলায় ১১জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ।
থানাসূত্রে জানা গেছে, গতকাল(২৪জুলাই) শুক্রবার গভীর রাতে রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার একদল পুলিশ কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে টাকা দিয়ে জুয়া খেলার অপরাধে ১১জুয়ারীকে আটক করে।
আটককৃতরা হলেন মহেষা এলাকার মৃত আঃ রহমানের ছেলেন হাসেম আলী (৬০),মীর মন্জুম হোসেনের ছেলে মীর রবিউল ইসলাম, শিবু মাঝাপাড়ার মৃত বদিয়ার জামানের ছেলে আঃ রশিদ, শিবু কুঠিরপাড় এলাকার মৃত আমজাদ হোসেনের ছেলে আশরাফুল ইসলাম, জরিফ উদ্দিনের ছেলে আমিনুল ইসলাম, মোঃ শহিদুল ইসলামের ছেলে আমিনুল ইসলাম, নাজিরদহ এলাকার ছয়াদ মিয়ার ছেলে মোতালেব, মহসিব আলীর ছেলে আব্দুর রশিদ, নুরুজ্জামানের ছেলে আলম মিয়া, গোলজার হোসেনের ছেলে জিলহজ এবং রজব আলীর ছেলে মোজাফ্ফর হোসেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা(ওসি)মাসুমুর রহমান বলেন, আটককৃতদের বিরুদ্ধে পৃৃথক পৃথক ভাবে জুয়া আইনে তিনটি মামলা দায়েরের পর তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।