কাউনিয়া ভয়াবহ অগ্নিকাণ্ড
কাউনিয়া রংপুর প্রতিনিধি মোঃ আসাদুজ্জামানঃ
রংপুরের কাউনিয়ায় ভয়াবহ আগুনে পুড়ে ঘরবাড়ি ভষিভূত হয়েছে। ফায়ার সার্ভিস সূত্রে জানাগেছে,গতকাল মঙ্গলবার দিবাগত রাত্রি ১0 টা 3০ মিনিটে উপজেলার রেল ষ্টেশন সংলগ্ন শর্ট সার্কিটে আগুনের সূত্র হয় ।মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে,পরে ফায়ার সার্ভিস এ খবর দিলে কাউনিয়া এবং রংপুর হারাগাছ তিনটি ইউনিট প্রায় 45 মিনিট কাজ করে আগুন নিয়ত্রনে আনে । অগ্নিকান্ডে আঃ বারী ”র আটটি দোকান (ভাড়া দেওয়া) ও গনেশ সিং ও দিনেশ সিং ঘর পুড়ে গেছে । অগ্নিকান্ডে নগদ টাকা সহ প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।