কাউনিয়া মহিলা কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

নিজস্ব সংবাদদাতা :
রংপুরের কাউনিয়া মহিলা কলেজের পরিচালনা পর্ষদের এ্যাডহক শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। আজ(১৮মার্চ)বৃহস্পতিবার মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়। প্রভাষক মোঃ শাহ জামাল সর্বোচ্চ ভোট পেয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন অত্র কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার উলফৎ আরা বেগম।
কলেজ সূত্রে জানা গেছে, কলেজের এ্যাডহক শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২০২১। অত্র কলেজের মোট ভোটার ৭৯জনের মধ্যে ৭২জন ভোট প্রদান করে এর মধ্যে রসায়ন বিভাগের প্রভাষক মো. শাহ জামাল ৪৮ভোট পেয়ে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যাবস্থাপনা বিভাগের প্রভাষক মো. গোলাম আজম পেয়েছেন ২৪ভোট।