শনি. ডিসে. 14th, 2024

কাউনিয়া সদরে রাস্তার বেহাল দশা, জনদূর্ভোগ চরমে

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি :

রংপুরের কাউনিয়া উপজেলা সদরে একটি রাস্তার বেহাল দশায় জনদূর্ভোগ চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টিতে এ সড়কটি নালায় পরিণত হয়। ফলে রাস্তায় কাঁদা-পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছে পথচারীরা। তাই দ্রুত রাস্তাটি সংস্কারের পাশাপাশি পাকাকরণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

সরোজমিনে গিয়ে দেখা যায়, উপজেলা সদরের বালাপাড়া ইউনিয়ন পরিষদের আওতাধীন থানা মসজিদের পাশ ঘেঁষে চলে যাওয়া রাস্তাটি দিয়ে স্কুল কলেজ ও মাদ্রসাগামী ছাত্র-ছাত্রীসহ অসংখ্য মানুষ রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড, হাটবাজার, থানা, ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন স্থানে চলাচল করে। বর্ষা মৌসূমে বৃষ্টির পানিতে সৃষ্টি হয় বড় বড় গর্তের। কিন্তু দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে রাস্তাটি। ফলে বিপাকে পরেছে এলাকার জনসাধারণ। তাই দ্রুত রাস্তাটি সংস্কার ও পাকা করণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন জানান, রাস্তাটিতে সামান্য বৃষ্টিতে নালায় পরিণত হওয়ায় মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। তাই তিনি স্থানীয় প্রশাসনের কাছে যত দ্রুত সম্ভব পাকা করণের দাবি জানিয়েছেন।

একই এলাকার বাসিন্দা মো. শরিফুল ইসলাম শিমুল বলেন, এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন চলাচল করে। কিন্তু দীর্ঘদিন যাবৎ সংস্কারের অভাবে চলাচলের অনুপোযোগী হয়ে পরেছে। সরকারের কাছে রাস্তাটি সংস্কারের জোর দাবী জানান।

কলেজ ছাত্রী ঐশী আক্ষেপের সুরে জানান, রাস্তাটি দিয়ে যাতায়াত করতে ভীষন কষ্ট হয়। তাই কর্তৃপক্ষের কাছে সুুদৃষ্টি কামনা করেন তিনি।

এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ আনছার আলী বাংলার চিত্র ডটকমকে জানান, ইতো মধ্যে এলজিইডির মাধ্যমে সংস্কার করার উদ্যোগ নেয়া হলেও রাস্তাটি ছোট হওয়ায় সম্ভব হয়নি। তাই পরিষদের নিজস্ব অর্থায়নে হোক অথবা এলজিএসপির মাধ্যমে হোক, রাস্তাটির সংস্কার ও পাকা করণের উদ্যোগ নেওয়া হবে।